Showing posts with label Fundamental Analysis. Show all posts
Showing posts with label Fundamental Analysis. Show all posts

Friday, July 28, 2023

NOCFPS কি ?

Net Operating Cash Flow Per Share

শেয়ার প্রতি নগদ প্রবাহ

নগদ প্রবাহ হলো নগদ এবং নগদ সমতুল্য সম্পদের আগমন, যা বিভিন্ন কার্যাবলির মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে।

শেয়ার প্রতি নগদ প্রবাহ = পরিচালন নগদ প্রবাহ-অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ / সাধারণ শেয়ারের সংখ্যা

Net Operating Cash Flow per Share (NOCFPS)

সহজভাবে বললে কর পরবর্তী আয় ও শেয়ার প্রতি ডেপ্রিসিয়েশন হিসেব করে ক্যাশ ফ্লো হিসেব করা হয়। শেয়ার প্রতি আয়ের (EPS) চেয়ে শেয়ার প্রতি নগদ প্রবাহ বা নীট আয়ই (NOCFPS) কোম্পানীর শক্তি বা গতিশীলতা বুঝার জন্য বেশি গুরুত্বপূর্ণ। EPS ম্যানিপুলেট করা সহজ কিন্তু NOCFPS ম্যানিপুলেট করা কঠিন। তাই বলা যায় NOCFPS ই কোম্পানীর প্রকৃত আয়।

Net Operating Cash Flow per Share (NOCFPS) মুলত উৎপাদনশীল খাত যেমন- ইঞ্জিনিয়ারিং, পাওয়ার, সিরামিক, সিমেন্ট, ফার্মা, টেলিকম কোম্পানিগুলোর আর্নিং কোয়ালিটি কেমন তা বুঝতে এই রেশিওটি ব্যবহার করা হয়। ধরুন, কোন কোম্পানীর বার্ষিক ইপিএস দেখালো ৪ টাকা কিন্তু তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো হল ২ টাকা।

মানে কোম্পানি শেয়ার প্রতি ৪ টাকা মুনাফা করলেও তার ব্যাংক একাউন্টে এসেছে বা আছে ২ টাকা। এর অর্থ হতে পারে কোম্পানি বাকিতে পন্য বিক্রি করে ২ টাকা কাগুজে মুনাফা দেখিয়েছে যা ভবিষ্যতে আদায় নাও হতে পারে।

উৎপাদনশীল কোম্পানি যারা ১ বছরের কম বাকিতে ব্যবসা করে তাদের EPS এবং NOCFPS একই বা কাছাকাছি হয়। যদি অনেক ব্যবধান থাকে তবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট চেক করে কারন খুঁজে বের করতে হবে। কেন আয় এবং নগদ প্রবাহে বড় ব্যবধান হয়েছে। বাকিতে ব্যবসা একটা কারন মাত্র। আরো অনেক কারণে কোম্পানির EPS, NOCFPS এর বড় ব্যবধান তৈরি হতে পারে।

ব্যাংক, ফাইনান্সগুলো যেহেতু ৬/১২ মাসের আমানত নিয়ে ৩-৫ বছর মেয়াদি ঋন দেয় সেহেতু তাদের NOCFPS নেগেটিভ হতে পারে। অনেক ভালো কোম্পানীর NOCFPS তার আগ্রাসী বিনিয়োগের কারণে অনেক সময় নেগেটিভ হয়ে থাকতে পারে।

এটি মোটেও বড় কোন বিষয় নয়, পরিক্ষিত বা প্রতিশ্রুতিবদ্ধ কোন কোম্পানী হলে এই সুযোগ গ্রহন করলে পরে ভালো মুনাফা পাওয়া যায়। যদিও আমাদের দেশে এমন কোম্পানীর সংখ্যা নগণ্য।

Friday, October 7, 2022

What is the P/E ratio?

P/E ratio or Price Earning Ratio literally means “Price to Earnings Ratio”. In practical terms, it can be called a “Profit Multiplier”.

Generally, the ratio of the current price of a share to earnings per share (EPS) is called PE ratio. One of the main and popular tools for assessing the risk of a company's shares is the PE ratio. PE is calculated by dividing “Current Price per Share” by “EPS”. For example: If the current price of a share is Rs.100 and the EPS of the share in the last 12 months is Rs.5, then the PE ratio of that share will be: 100 ÷ 5 = 20

If a stock is overpriced or underpriced, it should be compared with other stocks in its sector or industry group. Sectors are made up of industry groups, and industry groups are made up of stocks with similar businesses, such as banking or financial services.



নিচে একটি ভিডিও দেয়া হয়েছে