Monday, November 10, 2025

বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশের পরিবেশ এখনও যথেষ্ট অনুকূল নয়: ইতালির রাষ্ট্রদূত

বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশের পরিবেশ এখনও যথেষ্ট অনুকূল নয়: ইতালির রাষ্ট্রদূত

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ এখনো অনুকূল নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। রাজধানীতে আয়োজিত এক আলোচনায় তিনি বলেন, আইন, শাসনব্যবস্থা ও নীতিমালায় উন্নতির সুযোগ এখনো রয়েছে।


আজ সোমবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন ইতালির রাষ্ট্রদূত। 

রাজধানীর বিস মিলনায়তনে বাংলাদেশ ও ইতালির মধ্যে সম্পর্ক জোরদার করা বিষয়ক আলোচনা সভা হয়। এতে অংশ নেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কাজ করা বিভিন্ন পেশার মানুষ। 

শুরুতে বাংলাদেশ-ইতালি সম্পর্কের বর্তমান চিত্র ও সম্ভাবনার ওপর গবেষণাপত্র তুলে ধরা হয়। পরে সম্পর্ক জোরদার করতে নানা পরামর্শ দেন আলোচকেরা। 

দ্বিপাক্ষিক সম্পর্কের কয়েকটি ত্রুটি তুলে ধরেন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। তিনি বলেন, বিদেশি বিনিয়োগের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ প্রশংসনীয়। 

ইতালীয় রাষ্ট্রদূত বলেন, ‘বিদেশি বিনিয়োগ আকর্ষণে এসব প্রচেষ্টা যেন নির্বাচনের পরেও অব্যাহত থাকে- এটিই আমার আশা। কারণ বিদেশি বিনিয়োগ হঠাৎ আসে না। স্থানীয় শাসন ব্যবস্থা, আইন, নিয়মকানুন-এসব গুরুত্বপূর্ণ। এখানে এখনো উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে।’

আন্তোনিও আলেসান্দ্রো আরও বলেন, বিশ্ব র‍্যাংবিংয়ে বাংলাদেশি পাসপোর্টের মান অনেকটাই নিচে। এর জন্য অবৈধ অভিবাসন দায়ী বলে মনে করেন তিনি। 

আন্তোনিও আলেসান্দ্রো বলেন, ‘এটি মূলত নির্ভর করে আস্থার ওপর। অনেক বাংলাদেশি অবৈধ পথে বাইরে যান এবং পরে আশ্রয় প্রার্থনা করেন। এটি পাসপোর্ট র‍্যাংকিংয়ের জন্য ক্ষতিকর।’

এ সময় বাংলাদেশকে ইতালির গুরুত্বপূর্ণ অভিবাসন অংশীদার মন্তব্য করে অবৈধভাবে ইতালি যেতে নিরুৎসাহিত করেন রাষ্ট্রদূত। 


No comments: